গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের ভুরুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদশর্ক (এএসআই) দাদন মিয়া জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে ভুরুলিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৫