ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে পচা দই বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সারিয়াকান্দিতে পচা দই বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাসি ও পচা দই-মিষ্টি বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ এ জরিমানা করেন।



অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-সততা দই-মিষ্টির দোকানের মালিক শহিদুল ইসলাম মজনু ও সানি দইয়ের দোকানের মালিক দুলাল ঘোষ।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকার সোনালী ব্যাংকের সামনের ওই দুই দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাসি ও পচা দই-মিষ্টি বিক্রির অভিযোগে ওই দু’জনকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।