লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকরী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ আহমেদ আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ ফয়েজকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বাংলানিউজকে জানান, কমলনগর থানার এএসআই ফয়েজ আহমেদ মোটরসাইকেলে হাজিরহাট যাচ্ছিলেন। পথে হাজিরহাট উপকূল কলেজের সামনে পৌঁছালে এক শিশু দৌঁড়ে তার মোটরসাইকেল সামনে পড়ে।
এ সময় দ্রুত মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে গেলে তিনি রাস্তার ওপর উল্টে পড়ে আহত হন। তবে, শিশুটি আহত হয়নি।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫