গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে অবরোধে দায়িত্বপালন কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ কনস্টেবল মোস্তাফিজার রহমান মণ্ডলের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে থানা থেকে কলোনি মোড় যাওয়ার পথে শহরতলীর শহীদ মিনার এলাকায় বুকে ব্যথা অনুভব করেন তিনি।
পরে সকালে সাড়ে ১১দিকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোস্তাফিজার রহমান (কনস্টেবল নং ৭১৫) সাদুল্যাপুর থানায় কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের জুম্মা জলছত্র গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলহাজ মোজাম্মেল হক।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অবরোধে সড়কে টহল দিচ্ছিলেন মোস্তাফিজার রহমান। এসময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।
তিনি আরো জানান, লাশ গাইবান্ধা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫