সিরাজগঞ্জ: ২০ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বহুলী বাজারে মিছিল শেষে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রশিবির নেতাকর্মীরা।
এসময় হরতাল ও অবরোধ সফল করতে বক্তব্য রাখেন- শহর ছাত্র শিবিরের সেক্রেটারি মো. ময়নুল হক মনি, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম, এইচআরডি সম্পাদক মো. শাহাদাত হোসেন, বহুলী ইউনিয়ন উত্তর শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫।