কুমিল্লা: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাফাপিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে ৩২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ এর সদস্যরা।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণ মূর্তিটি উদ্ধার করা হয়।
কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ক্রেতা সেজে দুপুরে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ১০ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার আবু তাহের। এসময় বাড়ির একটি স্থানে মাটি খুঁড়ে বস্তায় পেঁচানো অবস্থায় ৩২ কেজি ওজনের মূর্তিটি পাওয়া যায়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫