তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো পঞ্চম শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তারের(১৪) বিয়ে।
একই সঙ্গে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার দায়ে বাবা মোনতাজ বিশ্বাসকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভায়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্রী ও তার বাবা মোনতাজ বিশ্বাসকে আটক করা হয়। পরে দুপুর ২টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ছাত্রীর বাবা মোনতাজ বিশ্বাসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫