ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে যাত্রীর দেহ থেকে ১৫ স্বর্ণবার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কমলাপুরে যাত্রীর দেহ থেকে ১৫ স্বর্ণবার উদ্ধার ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক যাত্রীর দেহে তল্লাশি চালিয়ে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।



ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিপ্লব ধর (৩০) নামে ওই যাত্রী চট্টগ্রাম থেকে আসা তূর্ণ‍া-নিশিথা ট্রেনে সকালে কমলাপুর নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তার দেহে তল্লাশি চালিয়ে দু’পায়ের মাঝখানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার স্বর্ণের বারের ওজন আনুমানিক দুই কেজি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।