ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘এ মৃত্যু নিয়ে আর রাজনীতি নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
‘এ মৃত্যু নিয়ে আর রাজনীতি নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে অনেক বেশি রাজনীতি হয়েছে, আর নয়। মৃত্যু একটি অপরিকল্পিত ঘটনা।

এ মৃত্যু নিয়ে আর রাজনীতি নয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় আরাফাত রহমান কোকোর মরদেহ নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ অবস্থায় এ মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

নোমান বলেন, আজকের দিনে রাজনীতি নয়। আমি সবাইকে আহ্বান করছি বায়তুল মোকাররমে তার (আরাফাত রহমান কোকো) জানাজায় অংশ নেওয়ার জন্য।

কোকোর লাশ সামরিক কবরস্থানে দাফনের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, সামরিক কবরস্থানে দাফন একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সন্তানদের এখানে দাফন করার নিয়ম রয়েছে। আশা করি, এক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না।
 
দলের চেয়ারপারসন খুবই শোকাহত উল্লেখ করে তিনি বলেন, আমরা আল্লার কাছে প্রার্থনা করি, তিনি (খালেদা জিয়া) যেন এ শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্রের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।