মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ার পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্যারেজে থাকা এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গাড়িতে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫