সাভার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোনো আন্দোলন নেই। আন্দোলনের নামে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার অনুসারীরা যে জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করেছেন, তা কয়েকদিনের মধ্যেই অস্তিত্ব হারাবে।
রোববার বিকেলে সাভারের আশুলিয়ায় একটি কারখানা পরিদর্শন করতে গিয়ে বাংলানিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তার সঙ্গে কথোপকথনের চুম্বক অংশ বাংলানিউজ পাঠকদের সামনে তুলে ধরা হলো-
বাংলানিউজ: ২০ দিনের অবরোধ, তার মাঝে হরতাল চলছে দেশে। বিএনপি ও তার জোটের এই রাজনীতিকে কিভাবে দেখছেন?
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী: দেশে কোনো আন্দোলন নেই। আন্দোলনের নামে খালেদা জিয়া ও তার অনুসারীরা জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে সহিংসতা সৃষ্টি করছেন। আন্দোলনের নাম করে তারা হরতাল ও অবরোধের ডাক দিচ্ছেন। ডাক দিয়েই শেষ! তাদের কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। এমনকি বাসাতেও তাদের পাওয়া যাচ্ছে না।
বাংলানিউজ: আপনার দৃষ্টিতে আন্দোলন তাহলে কেমন?
বাংলানিউজ: আন্দোলন মানে সভা, সমিতি, মিছিল-মিটিং। এসব নিয়েই তো আন্দোলনের পরিবেশ তৈরি হয়। এখানে সেই অর্থে কোনো আন্দোলন নেই। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। তারা আন্দোলনে ডাকছে, কিন্তু জনগণ সমর্থন দিচ্ছে না।
বাংলানিউজ: কিন্তু জনগণ তো দুর্ভোগে পড়ছে...
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: আমি বারবার বলছি, জনগণ ঘুরে দাঁড়াচ্ছে। এই যে জ্বালাও পোড়াও, বাস পোড়ানো, সম্পদহানি, জনগনের সম্পদ বিনষ্ট করা, পেট্রোল বোমায় জীবন হরণ- এসব কিছুর বিপরীতে মানুষ আজ সোচ্চার। যেখানেই এসব কাণ্ড ঘটছে, সেখানেই পুলিশের সঙ্গে সঙ্গে জনগণও প্রতিরোধ গড়ছে। তাই আমি মনে করি, যেখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, সেখানে এ ধরনের আন্দোলন টেকে না।
বাংলানিউজ: তাহলে বিএনপি’র এই কর্মসূচিকে কি চোখে দেখছে সরকার?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: এটা বর্বরতা, এটা সহিংসতা। জঙ্গিরা যেটা করে- হঠাৎ বোমা ফাটিয়ে উধাও হয়ে যায়। এটা ঠিক সেই ধরনের তৎপরতা।
বাংলানিউজ: আপনি বলতে চাইছেন, বিএনপি দাবি আদায়ের সঠিক পথে নেই?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: এটা করে কি দাবি আদায় হয়? হলে তো হুজিরা অনেক আগেই নিজেদের দাবি বাস্তবায়ন করতে পারতো। বিভিন্ন অপরাধে হুজিদের অনেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কার্যকরের প্রহর গুণছে। তাদের বোমা ফাটানোতে কি মৃত্যুদণ্ড থেমে যাবে? এভাবে কখনোই দাবি পূরণ সম্ভব না।
বাংলানিউজ: তাহলে এভাবে আর কতদিন?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: কয়েকদিনের মধ্যেই দেখবেন, এগুলো অস্তিত্ব হারাবে।
বাংলানিউজ: বোমাবাজদের গ্রেপ্তারে ৠাবের পর ডিএমপি’ও পুরস্কার ঘোষণা করলো। তো এই ঘোষণার সাফল্য কতটুকু?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: প্রধানমন্ত্রী জনগণের বলেই তিনি বলিয়ান। তিনি আহবান করেছেন, এই নরপিশাচদের ধরিয়ে দেবার জন্যে। যারা এসব কর্মকাণ্ড করে, তাদের ব্যাপারেও জনগণের কাছ থেকে তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী। এটা ভালোভাবেই হচ্ছে। আমরা অনেক তথ্য পাচ্ছি। এসব তথ্যের আলোকেই জড়িতদের ধরা হচ্ছে। যিনি প্রকৃত পুরস্কারের দাবিদার, অবশ্যই আমরা তাকে পুরস্কৃত করবো। এখন অনেকেই বলছেন, আমি আগে তথ্য দিয়েছি। তবে আমরা একটি পদ্ধতি অনুসরণ করছি। যিনি আগে তথ্য দিচ্ছেন, তার নাম ঠিকানা আমরা লিপিবদ্ধ করছি। পাশাপাশি আমরা এও দেখছি যে, সত্যিকার ক্রিমিনালকে ধরিয়ে দেয়া হচ্ছে কিনা।
বাংলানিউজ: পেট্রোলবোমা যারা বানাচ্ছে, তাদের উৎসের কতটা কাছাকাছি পৌঁছুতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: যারা পেট্রোলবোমা বানায়, নিক্ষেপ করে, তাদের নির্দেশদাতা, অর্থায়নকারীদের আমরা চিহ্নিত করেছি। এভাবে আমরা কিন্তু একেক জনকে ধরে ফেলছি। সবচেয়ে বড় কথা হলো– এসব কিছুর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। আছে সন্ত্রাসীদের সম্পর্ক। ইংল্যান্ড থেকে (তারেক রহমানকে ইঙ্গিত করে) তৃণমূল পর্যায়ে নেতাদের প্রলোভন দেখানো হচ্ছে, তাদের এমপি বানানো হবে। ভবিষ্যতে তাদের অন্য কিছু করে দেয়া হবে। এভাবেই প্রলুব্ধ হয়ে, আর এ প্রক্রিয়ায় অর্থায়নের মাধ্যমেই রাস্তায় পেট্রোল বোমা ছোড়া হচ্ছে। আমরা এদেরকেও চিহ্নিত করেছি।
বাংলানিউজ: তাহলে জনগণের স্বস্তির জায়গা কোথায়?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজে আপনারা নির্ভয়ে আসুন। আমাদের যতটুকু সহযোগিতা করার আমরা করছি। যেখানে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, সেখানেই আমরা নিরাপত্তা জোরদার করছি। এসব দমনের জন্য পুলিশ, ৠাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড- সবাই সম্মিলিতভাবে কাজ করছে।
বাংলানিউজ: বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেছেন দলটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। এ ব্যাপারে সরকারের দায় আছে বলে কি আপনি মনে করেন?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: এর মাধ্যমে খোকা একটি হাসির কথা শোনালেন। সবাই জানে, কোকো ওয়ান- ইলেভেনের সময় দুর্নীতির কারণে দেশ থেকে পলায়ন করেছিলেন। তিনি ও তার বড় ভাই (তারেক রহমান) মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন, এই শর্তে যে, তারা আর কোনোদিন এ দেশে ফিরবেন না। সেটা করেছিলেন তারা দুর্নীতির দায়ে। এটা প্রমাণিতও হয়েছে। এমনকি আমেরিকান গোয়েন্দারা পর্যন্ত তাদের বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়ে গেছেন। তারা যে দণ্ডিত হয়েছিলেন, এটাও সবাই জানে।
বাংলাদেশ সরকার তাদের কী নির্যাতন করলো, তা আমাদের বোধগম্য নয়। বরং তাদের ইচ্ছেনুযায়ী তারা বিদেশে আছেন। যে টাকাগুলো দেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছিলেন, সেগুলো দিয়েই শান-শওকত আর মহাসুখে আছেন। আর বড় কথা হলো, কে কিভাবে মারা গেছেন তা তো মেডিকেল রিপোর্টেই রয়েছে।
বাংলানিউজ: অবরোধ-হরতালে নাশকতার শিকার যানবাহন মালিকদের কতটুকু ক্ষতিপূরণ দিয়েছে সরকার?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, যেসব গাড়ির বীমা করা নেই, তারা হামলার শিকার হলে ক্ষতিপূরণ পাবেন। সেগুলোর একটি নিয়ম আমরা বেঁধে দিয়েছি। প্রাইভেট কার বলেন আর বাস ট্রাক যাই হোক না কেন, মালিক সমিতির মাধ্যমে আমাদের কাছে আবেদন করলে, আমরা যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা কিংবা সাধারণ ডায়েরি করবেন। আমরা প্রমাণ পেলেই তাদের ক্ষতিপূরণ দেবো।
বাংলানিউজ: বলা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সংকটের সমাধান না করে বরং প্রধান দুই দলের সংলাপ প্রয়োজন। আপনি কী মনে করেন?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: পাশাপাশি এটাও ভাবতে হবে, বোমাবাজি, জ্বালাও-পোড়াও করে কিন্তু দাবি আদায় হয় না। রাজনৈতিক ভাষা জানতে হবে। রাজনৈতিক শিষ্ঠাচার বজায় রাখতে হবে। আমি সব সময় বলি, বোমাবাজি, নৈরাজ্য সৃষ্টি করা কিংবা পেট্রোল বোমা মারলে কিন্তু রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক ভাষায় কথা বলা। আমাদের একটি সংবিধান রয়েছে। ধারাবাহিকতা রয়েছে। সে জায়গায় না গিয়ে জ্বালাও পোড়াও, পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করলে কোনো দাবি আদায় করা যাবে না।
বাংলানিউজ: যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এটা কি রাষ্ট্রের অবস্থান?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: যিনি হত্যা করেছেন, তিনি যেমন অপরাধী আর যিনি হুকুম দিয়েছেন তিনিও সম অপরাধী। কাজেই আমরা মনে করি, সবাই আইনের চোখে সমান অপরাধী। সেই অনুযায়ী মামলা হয়েছে। এমন মামলা হতেই পারে। যে কেউ মামলা করতেই পারে এবং মামলা হচ্ছে। এখানে আমাদের কিছু বলার নেই। এগুলো আইনের গতিতেই চলবে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫