মৃত সন্তানের মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে প্রিয় সন্তানের মৃত্যুর ৭২ ঘণ্টা পর মুখটি দেখতে পান।
কফিনের ডালা খোলা হলে সে দিকে তাকিয়ে কতক্ষণ টানা কাঁদতে থাকেন খালেদা জিয়া। এরপর ঝুঁকে পড়ে প্রিয় সন্তানের মুখটিতে শেষবারের মতো বুলিয়ে দেন মায়ের মমতার পরশ।
পুরো পরিবেশ তখন ভারী হয়ে ওঠে। কফিনের উল্টোদিকে বসে কাঁদছিলেন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, খালেদা জিয়ার পাশেই দাঁড়িয়ে কাঁদছিলেন পরিবারের সদস্যরা।
ঘনিষ্ঠ কয়েকজন দলীয় নেতা-কর্মীও এসময় পাশে ছিলেন।
পরে মোনাজাত ধরে সন্তানের জন্য দোয়া করেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
** আমি তিনবারের এমপি গেট খোল!