ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোলবোমায় দগ্ধদের বিজিবির আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
পেট্রোলবোমায় দগ্ধদের বিজিবির আর্থিক সহায়তা মেজর জেনারেল আজিজ আহমেদ

ঢাকা: অবরোধ-হরতালে পেট্রোলবোমায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হলো বর্ডার গার্ড (বিজিবি) বাংলাদেশের পক্ষ থেকে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে এ আর্থিক সহায়তা দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।



এসময় ঢামেকে ভর্তি ৪৮জন রোগীর স্বজনের হাতে ১০ হাজার করে টাকা তুলে দেন বিজিবি মহাপরিচালক।

পরে ঢামেকের তৃতীয় তলায় সভাকক্ষে সাংবাদিকদের জানান, বিজিবির পক্ষ থেকে সামান্য সাহায্য করা হয়েছে। বড় কোনো উপকার না হলেও কিছুটা কাজে লাগবে।

তিনি বলেন, অবরোধ-হরতালের নামে নাশকতা রোধে বিজিবি, পুলিশ ও ৠাব এক সঙ্গে কাজ করছে। এরকম সহিংসতায় দগ্ধ হয়ে আর কেউ যাতে বার্ন ইউনিটে না আসে আমরা সে চেষ্টা করছি।

তবে সহিংসতা আগের চেয়ে অনেক কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫/আপডেট : ১২২৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।