সুনামগঞ্জ: পাওনা টাকা নিয়ে দোয়ারাবাজার উপজেলার রাজনপুর ও কাঞ্চনপুর গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার দোয়ালিয়া বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের দোয়ারাবাজার ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া জানা যায়নি।
স্থানীয়রা জানান, এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আখতার হোসেন একই ইউনিয়নের রাজনপুর গ্রামের জামাল উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ সহ অর্ধশতাধিক আহত হন।
এরই জের ধরে বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় দোয়ালিয়া বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে ৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫