পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়ার একটি বাগান থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-আট এর সদস্যরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ হরিণের চামড়া উদ্ধার করা হয়।
র্যাব-আটের ক্যাম্প অধিনায়ক এএসপি আছাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জ্ঞানপাড়ার নুরুল ইসলামের ছেলে আবুল বাসারের বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় বাড়ির পাশের একটি বাগান থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন আগেই পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত হরিণের চামড়া পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫