ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ফকিরহাটে কাভার্ড ভ্যান চাপায় নিহত ১

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের আরোহী।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের লকপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইকোবাদ ওরফে রাজু (৩১) বাগেরহাট সদর উপজেলা রাখালগাছী ইউনিয়নের সুগন্ধি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী বাংলানিউজকে জানান, সকাল পৌনে ১১টার দিকে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের (শুকতারা ঢাকা মেট্রো ট-১৪-২৫৯৮) বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই পালসার মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়। গুরুত্বর আহত হন অপর মোটরসাইকেল আরোহী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।