ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মনের আলোর চেয়ারম্যানকে ধরিয়ে দিলে ২ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
মনের আলোর চেয়ারম্যানকে ধরিয়ে দিলে ২ লাখ টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদস্যদের মনের জ্বালা বাড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে মনের আলো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মো. বশির হাওলাদার পালিয়েছেন। তাকে ধরিয়ে দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ভুক্তভোগীরা।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতারণার শিকার সমিতির সদস্যরা মানববন্ধনে এ ঘোষণা দেন।

এতে ভুক্তভোগীরা বলেন, মনের আলো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি (রেজি নং-০০৭৩৮) সদস্যদের জমানো কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির মালিক মো. বশির হাওলাদার।

তারা বলেন, বশির হাওলাদার ভোলা জেলার খাশেরহাট এলাকার ছাদেক হাওলাদারের ছেলে। প্রতারক বশির গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেটে মনের আলো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

হঠাৎ একদিন অফিস তালা লাগিয়ে রাতের আঁধারে পালিয়ে যান তিনি। সদস্যরা বার বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার সন্ধান পায়নি।

ভুক্তভোগীরা বলেন, প্রতারক বশিরের বিরুদ্ধে আমরা পল্টন মডেল থানায় ও বংশাল থানায় সাধারণ ডায়েরি করেছি ।

মানববন্ধনে তারা বলেন, প্রতারক বশিরের সন্ধান দিতে পারলে মনের আলো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সদস্যদের পক্ষ থেকে সন্ধানদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

যোগাযোগ: মনের আলো মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সদস্যদের পক্ষে মো. জাহাঙ্গীর হোসেন (০১৯২১-৩৪৫৯৩৩)।

সমিতির সদস্য মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজু, আলাউদ্দিন, শেখ শাহীন, শহিদুল, আক্তার হোসেনসহ শতাধিক সদস্য।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।