শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার বালার বাজারে আগুন লেগে ৭টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নিভাতে গিয়ে বাসুদেব ও ভোলানাথ নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডে দোকান ঘর ও মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার বালার বাজারের মকবুল বেপারীর দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরো ৬টি দোকান ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিভিয়ে ফেলে। এসময় আগুন নিভাতে গিয়ে বাসুদেব ও ভোলানাথ নামে দুই ব্যক্তি আহত হন। অগ্নিকাণ্ডে দোকান ঘর ও মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫