ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে তিন বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
মুজিবনগরে তিন বাড়িতে ডাকাতি

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের খান পাড়া ও পুরুন্তপুর তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে ২টা থেকে ৩টা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।



দারিয়াপুর গ্রামের খানপাড়া এলাকার বিল্লাল হেসেন পার্শ্ববর্তী পুরুন্তপুর গ্রামের ফিরাতুল ইসলাম ও ইদ্রিস আলীর বাড়িতে এ ডাকাতি হয়।

এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ১০/১২ জনের একদল স্বশস্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা এক ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেয়। একই কায়দায় পার্শ্ববর্তী পুরুন্তপুর গ্রামের ছাত্তার হালদারের ছেলে রিফাতুল্লা ও নিয়ামুদ্দিনের ছেলে ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করে সোনার দুলসহ নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
 
পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ডাকাত দলকে প্রতিরোধের চেষ্টা করলেও তারা পালিয়ে যায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।