লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশ্বর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনি মামুন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জানে আলম বুলু ও স্থানীয়রা বাংলানিউজকে জানান, সকালে মনি মামুন উপজেলার কাঞ্চনশ্বর এলাকায় সেচ পাম্পের মটরে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি তার জানা নেই।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫