ঢাকা: আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে মুসা বিন শমসেরের সঙ্গে ব্যবসায়ী টিপু আলমের সংশ্লিষ্টতা পাওয়ায় অনুসন্ধানের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে মুসার বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে আরেক ব্যবসায়ী শহীদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুসার ছোট ছেলে জুবি হাজ্জাজের শ্বশুর শহীদুল্লাহ।
মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সুইস ব্যাংকে ৫১ হাজার কোটি টাকা জমা রাখা ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক। গত ১৮ ডিসেম্বর তাকে টানা চার ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫/আপডেট ১৮৪০ ঘণ্টা