ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে কোটি টাকার মালামাল লুট, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
রংপুরে কোটি টাকার মালামাল লুট, গ্রেফতার ৩

রংপুর: রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকার এক চাতাল  ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হাফপ্যান্ট পড়া মুখোশধারী ডাকাতদল প্রায় কোটি টাকার মালামাল লুটে নিয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।



মাহিগজ্ঞ দেওয়ান টুলি এলাকার চাতাল ব্যবসায়ী সফি উল্লা বাংলানিউজকে জানান, মঙ্গলবার মধ্যরাতে হাফপ্যান্ট ও মুখোশপড়া ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত হাতে আগ্নেয়াস্ত্র ও ছোড়া নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে নগদ ১৫ লাখ টাকা, ২০ ভরি সোনা, একটি মোটরসাইকেল, কম্পিউটার, ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার সকালে থানায় একটি মামলা করেছেন।

রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।