ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাহিরপুর সীমান্ত থেকে ২৪০ বোতল মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
তাহিরপুর সীমান্ত থেকে ২৪০ বোতল মদ উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪০ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৮ এর সদস্যরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে লাউড়েরগড় বিওপির মকসদপুর এলাকার আর্ন্তজাতিক সীমানার ১২০৫ নম্বর পিলারের কাছ থেকে মদগুলো উদ্ধার করা হয়।



বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ-৮ বিজিবির লাউড়েরগড় বিওপির নায়েব সুবেদার ইমাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানার ১২০৫ মেইন পিলারের কাছে পরিত্যক্ত অবস্থায় ২৪০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।