ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
না.গঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানার মিনারবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ হ্যাপী আক্তার মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



এর আগে সকাল ৯টার দিকে সন্তানের জন্য দুধ গরম করতে গিয়ে (বাবার বাড়িতে) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন হ্যাপী।

মৃতের দুলাভাই বাংলানিউজকে জানান, ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে মঙ্গলবার বাবার বাড়ি আসেন হ্যাপী।

স্বামী সৌদি প্রবাসী জাবেদ হোসেনের বাড়ি একই থানার হরিবাড়ি জহুরপুর এলাকায়।   

ঢামেক পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।