ঢাকা: রাজধানীর সুরিটোলায় রাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন অবরোধ সমর্থকেরা।
এতে নাসিরউদ্দিন গাজী (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টার পরে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনার সময় নাসিরউদ্দিন গাজী সুরিটোলা আলুবাজারে ট্রাক থেকে মালামাল নামাচ্ছিলেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাসিরউদ্দিন গাজী রাজধানীর সুরিটোলা স্কুলের পাশে বসবাস করেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫