বগুড়া: বগুড়ায় চালক ও তার সহযোগীকে নামিয়ে দিয়ে এবার ধান ও চালবাহী দুইটি ট্রাকে আগুন দিয়েছেন হরতাল ও অবরোধ সমর্থকরা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলার তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রায় একই কায়দায় সদরের এরুলিয়া এলাকায় নওগাগামী ইউরিয়া সার বোঝাই ট্রাকে আগুন দেয় হরতাল ও অবরোধ সমর্থকরা।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, চাল ও ধান বোঝাই ট্রাক দুটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু ট্রাক দুটি জেলা সদরের তিনমাথা রেলগেটের কাছাকাছি পৌঁছলেই দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর ৭/৫ জনের একটি দল দুটি ট্রাকের চালক ও সহযোগীদের জোড়পূর্বক নামিয়ে দিয়ে কেরোসিন বা পেট্রোল জাতীয় পদার্থ দিয়ে ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ট্রাক ও পণ্যের ব্যাপক ক্ষতি হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বগুড়ায় ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনই (বুধবার) ট্রাকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
** খুলনায় পেট্রোলবোমায় ট্রাকচালক দগ্ধ
** গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
** বগুড়ায় সারবাহী ট্রাকে আগুন
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫