ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আর একটি পেট্রোল বোমার নির্দেশ দিলেই প্রতিরোধ

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
আর একটি পেট্রোল বোমার নির্দেশ দিলেই প্রতিরোধ জুনায়েদ আহমেদ পলক

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি-জামায়াতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আর একটি পেট্রোল বোমা নিক্ষেপের নির্দেশ দিলেই, পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবো। বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা বঙ্গবন্ধু সৈনিকেরা ক্ষান্ত হবো না।


 
বুধবার (২৮ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণে ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
 
জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার সফলভাবে একটি বছর পূর্ণ করছে। এমন সময় খালেদা জিয়া একটি রাজনৈতিক কার্যালয়কে সারা বাংলাদেশের সন্ত্রাসীদের হেড কোয়ার্টারে পরিণত করেছে। এ পর্যন্ত ৩৫ জন পেট্রোলবোমার আঘাতে নিহত হয়েছেন। তারপরও সাধারণ মানুষ খালেদা জিয়ার সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে রাজপথে নেমেছে।
 
তিনি বলেন, সারা দেশের ১৬ কোটি মানুষ শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। যার প্রমাণ রাজধানীর জনজীবন স্বাভাবিক। মানুষ গণতন্ত্র, উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিবেশীর বাড়িতে আগুন দিলে, সেই আগুনে নিজের ঘর পুড়ে যাওয়ার সম্ভবনা থাকে।
 
পলক বলেন, খালেদা জিয়া ৫ বছর ক্ষমতার বাইরে থেকে অস্থির হয়ে গেছেন। বিএনপি-জামায়াতকে বলতে চাই, যদি রাজনীতি করতে চান, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। জনগণের জন্য ত্যাগ করতে হবে। ৪৪ বছর মানুষের জন্য রাজপথে থেকে জেল খেটে আওয়ামী লীগ রাজনীতি করেছে।
 
প্রতিমন্ত্রী আরও বলেন, একদিন বিএনপির সদস্যরা ঔদ্ধত্য দেখিয়ে বলেছিলেন, আওয়ামী লীগ আগামীতে ৩০টি আসনও পাবে না। কিন্তু আজ তারা সরকারেও নেই, বিরোধী দলেও নেই।
 
তিনি বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেন,  রাজনীতি করতে হয়, হত্যাকাণ্ড ছাড়ুন। যে রাজনীতি হত্যা করে সে রাজনীতিকে আমরা প্রশ্রয় দেবো না।
 
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফ, হবিগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আবদুল মমিন চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।