নাটোর: নাটোরের তোকিয়া চাঁনপুর এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৮টার দিকে তোকিয়া চাঁনপুর এলাকায় ঢাকাগামী মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী প্রাণ কোম্পানির শ্রমিক বহনকারী একটি নসিমনের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, খবর পেয়ে নাটোর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ একজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫