ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
খুলনায় ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: নগরীর সাত রাস্তার মোড়ের গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হারতাল ও অবরোধ সমর্থক তিনজন মুখোশধারী। এ সময় প্রতাপ দাস নামে এক যুবক দগ্ধ হন।

ককটেলে তার পিঠ ঝলসে যায়। তার সঙ্গে থাকা ল্যাপটপটিও বিস্ফোরিত হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুশতাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত। তিনি জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

বিস্ফোরণে দগ্ধ ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই মুশতাক।

আহত যুবক প্রতাপ দাসের বাড়ি সাতক্ষীরা জেলায় বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।