খুলনা: নগরীর সাত রাস্তার মোড়ের গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হারতাল ও অবরোধ সমর্থক তিনজন মুখোশধারী। এ সময় প্রতাপ দাস নামে এক যুবক দগ্ধ হন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুশতাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত। তিনি জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
বিস্ফোরণে দগ্ধ ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই মুশতাক।
আহত যুবক প্রতাপ দাসের বাড়ি সাতক্ষীরা জেলায় বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫