ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ময়মনসিংহে ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা এলাকায় আশিক পারভেজ টুপন (২২) নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছুকিকাহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।



নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইউবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৭টার টুপন নামে ওই কলেজ ছাত্র চণ্ডীপাশা এলাকায় বন্ধুর বাসায় গিয়েছেলেন। সেখান থেকে তাকে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত দুর্বৃত্তরা।

বন্ধুদের মধ্যে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভ‍াবে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।