চাঁদপুর: চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হেলপার চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। মোতালেব হোসেন (৪০) নামে ট্রাকের ওই হেলপার চট্টগ্রামের পাহাড়তলীর বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথম প্রহরে (রাত সোয়া ১২টায়) এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়গঞ্জ থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই ট্রাকটি চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ট্রাকটিতে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেয়।
এতে ট্রাকচালক কোনোমতে প্রাণে রক্ষা পেলেও, অগ্নিদগ্ধ অবস্থায় লাফিয়ে পড়ে নামতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন হেলপার। হেলপারের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের পেছনের চাকা, তার শরীরের বাকি অংশ আগুনে মারাত্মক দগ্ধ হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক আবু সাইদ বাংলানিউজকে নির্মম এই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫/আপডেট: ০০৪৫ ঘণ্টা