ঢাকা: মাগুরা জেলায় পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকচালক মিলন হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ভোরে মাগুরা-যশোর সড়কে শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় ওই ট্রাকচালক এবং তার সহযোগী দগ্ধ হন।
রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কথা হয় দগ্ধ চালক মিলন হোসেনের সঙ্গে।
তিনি বাংলানিউজকে জানান, বুধবার ভোরে আড়পাড়া বাজার অতিক্রম করার সময় একদল অবরোধকারী আদা বোঝাই ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায়। এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় তিনি ও তার হেলপার অগ্নিদগ্ধ হন।
ট্রাকের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে বলেও জানান তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫