ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পার্কিং করা বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
যশোরে পার্কিং করা বাসে আগুন ছবি: ফাইল ফটো

যশোর: যশোরের উপ-শহর কেসমত নওয়াপাড়া এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।



যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পার্কিং করে রাখা একটি লোকাল বাসে (যশোর মেট্রো- ব-২২৯) আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন নেভানোর আগেই বাসটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা চলছে বলেও জানান ওসি।

এর আগে, চলতি মাসে শহরের বিভিন্ন স্থানে পার্কিং করা চারটি বাস এবং দুইটি চলন্ত ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এর মধ্যে একটি পার্কিং করা বাসে ঘুমিয়ে থাকা এক ট্রাকচালক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এসব ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপি-জামায়াত, ছাত্রদল-যুবদল ও শিবিরের কয়েক শ’ নেতাকর্মীকে আসামি করে অন্তত ১০টি মামলা দায়ের হয়েছে।    

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।