ফেনী: ফেনীতে অবরোধকারীদের পেট্রোলবোমা হামলায় এক নির্মাণ শ্রমিক দগ্ধ হয়েছেন। নওশাদ (৪০) নামে ওই নির্মাণ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ফেনী সদরের কালিপাল এলাকায় অবরোধকারীরা একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোলবোমা ছুড়লে নওশাদ অগ্নিদগ্ধ হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে সোনাগাজী উপজেলার ডাকবাংলা এলাকা থেকে কাজ শেষে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। অটোরিকশাটি কালিপাল এলাকায় আসার পর অবরোধকারীরা তাতে পেট্রোলবোমা হামলা চালায়।
এতে অটোরিকশায় থাকা নওশের দগ্ধ হন। তার মুখমন্ডল ও হাতসহ দেহের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
ফেনী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পুলিশ নওশাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫