দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হলেও, উপকেন্দ্রটি চালু হয়নি।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, হরতাল ও অবরোধের কারণে খুলনা ওয়্যার হাউজ থেকে ৩৩ কেভি এসইআর নিয়ে আসা সম্ভব হচ্ছে না।
উপকেন্দ্রটি চালু হলে বিরল উপজেলায় আগামী ইরি মৌসুমে বিদ্যুতের কোনো লোড শেডিং থাকবে না। লো-ভোল্টেজকে ফুল ভোল্টেজে নিয়ে আসবে। উপজেলার যে সব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, সেসব এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হবে।
এতে বিরল উপজেলার সাধারণ মানুষ কৃষি ক্ষেতে ও বসত বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাবেন বলে আশ্বাস প্রকাশ করেন এলকাবাসী।
২০১৩ সালের ৩ জুলাই উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নে ৩৩ শতাংশ জমির উপরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন প্রকল্প জাইকা এর অর্থায়নে, বিরল ৩৩/১১ কেভি, ১০ এমভিএ, উপকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫