ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণ কাজ শেষ, চালু হয়নি ‘বিরল বিদ্যুৎ উপকেন্দ্র’

মাহিদুল ইসলাম রিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
নির্মাণ কাজ শেষ, চালু হয়নি ‘বিরল বিদ্যুৎ উপকেন্দ্র’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হলেও, উপকেন্দ্রটি চালু হয়নি।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, হরতাল ও অবরোধের কারণে খুলনা ওয়্যার হাউজ থেকে ৩৩ কেভি এসইআর নিয়ে আসা সম্ভব হচ্ছে না।

তবে ৩৩ কেভি এসইআরটি দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। আর এসে পৌঁছালেই উপকেন্দ্রটি চালু করা হবে।

উপকেন্দ্রটি চালু হলে বিরল উপজেলায় আগামী ইরি মৌসুমে বিদ্যুতের কোনো লোড শেডিং থাকবে না। লো-ভোল্টেজকে ফুল ভোল্টেজে নিয়ে আসবে। উপজেলার যে সব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, সেসব এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হবে।

এতে বিরল উপজেলার সাধারণ মানুষ কৃষি ক্ষেতে ও বসত বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাবেন বলে ‌আশ্বাস প্রকাশ করেন এলকাবাসী।

২০১৩ সালের ৩ জুলাই উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নে ৩৩ শতাংশ জমির উপরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন প্রকল্প জাইকা এর অর্থায়নে, বিরল ৩৩/১১ কেভি, ১০ এমভিএ, উপকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।