ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালের প্রিজন সেলে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
রামেক হাসপাতালের প্রিজন সেলে হাজতির মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় আইনুর রহমান মুক্তা (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) প্রথম প্রহরে (রাত ১২টা ১৫ মিনিটে) তিনি মারা যান।



মৃত আইনুর রহমানের বাড়ি মহানগরীর উপশহর এলাকায়। তিনি ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে বুধবার রাতে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এর আগে বিকেলে মুক্তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

রামেক হাসপাতালে প্রিজন সেলে দায়িত্বরত ইনচার্জ কারারক্ষী রাসেল আহমেদ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কারাগারে আইনুর রহমান মুক্তা বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলাম জানান, বিভিন্ন ধরনের নাশকতামূলকে কাজে জড়িত থাকার সন্দেহে তাকে মঙ্গলবার উপশহর এলাকা থেকে সকাল ১০টায় আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই তাকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়।  

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, বুধবার বিকেলে মুক্তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০২৬৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।