ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পেট্রোলবোমায় নিহত ট্রাক হেলপারের পরিবারকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
দিনাজপুরে পেট্রোলবোমায় নিহত ট্রাক হেলপারের পরিবারকে সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর জেলার ভূষিরবন্দর এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিহত ট্রাক হেলপার আব্দুর রশিদের পরিবারকে এককালীন অনুদানের চেক প্রদান করেছেন দিনাজপুর জেলা প্রশাসক।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী তার নিজ অফিস কক্ষে নিহত আব্দুর রশিদের স্ত্রী সুলতানা বেগমের হাতে এ অনুদানের চেক তুলে দেন।



এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হাম্মাদুল বাক্কী, নিহত ট্রাক হেলপার আব্দুর রশিদের বড় জামাই মো. নাজমুল ইসলাম প্রমুখ।

নিহত ট্রাক হেলপার আব্দুর রশিদের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউপির মামুদপুর হাজীপাড়া গ্রামে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।