মেহেরপুর: বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুরের তিনটি থানা পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
আটকদের মধ্যে জিআর মামলায় ৯জন, সিআর মামলার এক ও নিয়মিত মামলার ৪জন আসামি রয়েছেন।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশ পেয়ে সদর থানা, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা অভিযান চালিয়ে এসব পরোয়ানাভূক্ত আসামিকে আটক করেন।
এসব আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা পলাতক ছিল।
আটকদের বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫