ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত কিশোর সজীব দাসের (১৬) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



তার বাবা বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সজীব কমলনগর উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের ছেলে ও তোরাবগঞ্জ বাজারের পায়েল শিল্পালয়ে স্বর্ণের গহনা তৈরি করতো।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে তোরাবগঞ্জ বাজারে পায়েল শিল্পালয়ে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে কিশোর সজীব দাসের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।