নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নোয়াপাড়া গ্রামের সাখায়াত হোসেন সখু ও সাহিদুল গ্রুপের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতদের নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাহিদ শেখ (৩৫), সাখায়াত হোসেন সখু (৬৬), হাবিবুর রহমান (৪৮), সাহিদুল ইসলামের নাম জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে নোয়াপাড়া গ্রামের সাখায়াত হোসেন সখু ও সাহিদুল গ্রুপের মধ্যে এ সংর্ঘষ শুরু হয়। এতে দুই গ্রুপের ১০ জন আহত হয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫