কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে।
এ পর্যন্ত মোট ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
দালালরা হলেন-কক্সবাজার সদর উপজেলার পোকখালীর নুরুল কবিরের ছেলে (২৭) ও একই এলাকার মৃত আলমের ছেলে তৈয়ব (৩২)।
মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলানিউজকে জানান, মাতারবাড়ি চ্যানেল থেকে বোটের ২ মাঝি-মাল্লাসহ ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আংসাই থোয়াই জানান, দুপর দেড়টা পর্যন্ত মোট ৪০ যাত্রী উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা চট্টগ্রামের মাঝের ঘাট এলাকা থেকে বুধবার রাতে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়ার দক্ষিণে এসে ট্রলারটি ডুবে যায়।
এদিকে, উদ্ধার অভিযানে যোগ দিতে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ তানভীর ঘটনাস্থলে পৌঁছেছে।
এছাড়া কোস্টাগার্ডের হাইস্পিড বোট মেটাল শার্কও ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
চট্টগ্রাম কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার রাজিবুল ইসলাম বাংলানিউজকে জানান, মালয়েশিয়াগামী ওই ট্রলারে দেড় শতাধিক যাত্রী ছিল। কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫/আপডেট: ১৪২৭ ঘণ্টা