ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সেবা-যুদ্ধে পারঙ্গম ৮৭৮ মেমোরী-শান্তনা

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সেবা-যুদ্ধে পারঙ্গম ৮৭৮ মেমোরী-শান্তনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শহীদ সালাউদ্দিন সেনানিবাস(টাঙ্গাইল)থেকে: একই সঙ্গে সেবা ও যুদ্ধে পারঙ্গম হয়ে সেনাবাহিনীতে যোগ হলেন ৮৭৮ জন নারী সৈনিক। এদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছেন যথাক্রমে মেমোরী হাসান ও শান্তনা রানী মন্ডল।



বৃহস্পতিবার(২৯ জানুয়ারি)বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টাঙ্গাইলের ঘাটাইলের শহীদ বীর উত্তম সিপাহী নুরুল হক প্যারেড গ্রাউন্ডে(আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল-এএমসিসিঅ্যান্ডএস, শহীদ সালাউদ্দিন সেনানিবাস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথে অংশ নেন এই সৈনিকরা।

এতদিন নারী সেনা কর্মকর্তা ছিলেন সেনাবাহিনীতে, এবার যোগ হলেন এই নারী সৈনিকরা। তাদের কে সেবা দেওয়ার প্রশিক্ষণ তো দেওয়াই হয়েছে, সঙ্গে যুদ্ধ-কৌশলেও প্রশিক্ষিত করা হয়েছে।

মহিলা রিক্রুট ব্যাচের ১ম শ্রেষ্ঠ রিক্রুট মোসা. মেমোরী হাসান ও ২য় শ্রেষ্ঠ রিক্রুট শান্তনা রানী মন্ডলসহ অন্যদের মনোজ্ঞ কুচকাওয়াজে মুখরিত হয়ে ওঠে রৌদ্রোজ্জল প্যারেড গ্রাউন্ড।

শুধু প্রধানমন্ত্রী নন, মুগ্ধতা নিয়ে এ কুজকাওয়াজ উপভোগ করেন রিক্রুটদের গর্বিত অভিভাবকরা। পরে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি তুলে দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কুটনীতিকসহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।