মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবোঝাই দু’টি লঞ্চে অভিযান চালিয়ে ১৩ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
পরে সকাল ১০টার দিকে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বলে কোস্টগার্ড সূত্র জানিয়েছে।
নারায়ণগঞ্জের পাগলার কোস্টগার্ডের পিটি অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলি-৩ ও এমভি ফারহান-২ নামে দু’টি লঞ্চে অভিযান চালানো হয়। এসময় লঞ্চে থাকা দু’টি ঝুড়িতে ও ছয়টি ছোট বস্তায় ১৩ মণ জাটকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫