মাগুরা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদারের মা শ্রীমতি সরস্বতী শিকদার আর নেই।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের নতুনবাজারের বাড়িতে পরলোকগমন করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, চার মেয়ে ও নাতি-নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকালে নিজগ্রাম শালিখার বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজ মাঠে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫