ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দুবাই থেকে আসা ফ্লাইট নং-০৪৮ বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ২ কেজি ওজনের ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় এক কোটি টাকা।
কাস্টমস এর যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উড়োজাহাজটি নামার পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫