ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ভৈরবে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে তোফাজ্জল আলী (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভৈরব-সিলেট মহাসড়কের নোহা সিএনজি ফিলিং স্টেশনের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



তোফাজ্জল ভৈরব পৌরসভার চন্ডীবের উত্তরপাড়ার মৃত সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তোফাজ্জল বুধবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ভৈরব-সিলেট মহাসড়কের নোহা সিএনজি পাম্পের কাছে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে তার বাড়ির লোকজন মৃতদেহটি তোফাজ্জলের বলে সনাক্ত করে।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বাংলানিউজকে এ ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তোফাজ্জলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।