নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে আবর্জনা ফেলায় হামলা ও মারধরের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কর্মচারীরা। এ সময় নাসিক’র একটি ট্রাকও ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর এক জরুরি সভা আহ্বান করে সিটি করপোরেশন। বিকেলে এ বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র হাজী ওবায়েদউল্লাহ সংবাদ সম্মেলন করবেন।
জানা যায়, লিংক রোডে স্টেডিয়ামের সামনে আবর্জনা ফেলায় গত সোমবার (২৬ জানুয়ারি) পরিবেশ অধিদফতর ২ লাখ টাকা জরিমানা করে। এ কারণে মঙ্গলবার আবর্জনা ফেলা বন্ধ করে প্রতিবাদ করে সিটি করপোরেশন। বুধবার ফের সেখানে আবর্জনা ফেলা শুরু করে নাসিক।
বৃহস্পতিবার সকালে আবর্জনা ফেলতে গেলে শতাধিক মানুষ লাঠিসোটা ও রড নিয়ে কর্মচারীদের ওপর হামলা চালায়। পরে তারা সেখান থেকে ফেরত আসেন।
ভারপ্রাপ্ত মেয়র হাজী ওবায়েদউল্লাহ জানান, বিকেলে সংবাদ সম্মেলন করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫