তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা কালিতলা এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসী ওই এলাকার ফাঁকা মাঠের ভেতরে একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫