লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমির কাছে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের পার্শ্ববর্তী পুকুরে কচুরিপানার মধ্যে মৃতদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
ওই বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫