ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বঙ্গবন্ধু সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙাইল বঙ্গবন্ধু সেতুর পাশ থেকে: টাঙাইলের বঙ্গবন্ধু সেতুর পাশে ‘বঙ্গবন্ধু সেনানিবাস’ নামে নতুন একটি সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুর একটা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী নবনির্মিত এ সেনানিবাস উদ্বোধন করেন।



এরপর দুপুর একটা ৫৫ মিনিটে সেনানিবাসে নব নির্মিত সদর দফতর ৯৮ কম্পোজিট ব্রিগেড অফিস ভবন, ১২তলা বিশিষ্ট অফিসার্স মেস কমপ্লেক্স, অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকদের জন্য বহুতল বিশিষ্ট পারিবারিক বাসস্থানের ফলক উন্মোচন করেন।

ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী দেশ ও জাতির সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নবনির্মিত স্থাপনাগুলো ঘুরে দেখেন।

এর আগে প্রধানমন্ত্রী দুপুর একটা ৩৯ মিনিটে এ সেনানিবাসে পৌঁছালে সেনাপ্রধানসহ অন্যান্য সেনাকর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ ছাড়া এ সময় নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সেতুর সার্বিক নিরাপত্তার জন্য ১৯৯৯ সালের ২০ মে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর দফতর ৯৮ কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করেন। তখন বঙ্গবন্ধু সেতুর নামের সঙ্গে মিল রেখে এই সেনানিবাসের নাম রাখা হয়-বঙ্গবন্ধু সেনানিবাস। এই প্রথম কোনো সেনানিবাসের নামকরণ বঙ্গবন্ধুর নামে করা হলো।

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইল জেলার কালিহাতীতে এ সেনানিবাস অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫/আপডেটেড: ১৫৪৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।